প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪ ১৪:৫৭

বগুড়া শহিদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট

ষ্টাফ রিপোর্টার
বগুড়া শহিদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট

বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন করা হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। আজ রোববার দুপুরে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল এবং আশরাফুল ইসলাম বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। রাজশাহী বিভাগের ৮টি জেলা ২টি দলে  লাল এবং সবুজে ভাগ হয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

দেশের দশটি ভেন্যুতে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ১৯ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে ঢাকার মিরপুর স্টেডিয়ামে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনের আগে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বগুবাসীকে আশ্বস্ত করে বলেন, আবারো শহীদ চান্দু স্টেডিয়ামের আন্তজাতীক ভেন্যু ফিরিয়ে এনে এখানেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। প্রায় ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে অনেকদিন পর প্রায় দশ হাজারের উপর দর্শক খেলা উপভোগ করেন।টুর্নামেন্ট কমিটির আহবায়ক দলের সদস্য জানালেন আবারও বগুড়া স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। 

উপরে