প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ১৪:২১

বানারীপাড়ায় খামারে বিষ প্রয়োগে নির্বিচারে মৎস্য নিধন

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥
বানারীপাড়ায় খামারে বিষ প্রয়োগে নির্বিচারে মৎস্য নিধন

বরিশালের বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়নের মুড়ারবাড়ি হাজী মোহাম্মদ শাহ আলম  পোল্ট্রি খামার এ্যান্ড ফিস নামক প্রতিষ্ঠানের দুটি ঘেরে  বিষ প্রয়োগে প্রায় ২০০ মন তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫/১৬ লাখ টাকা।

ওই মৎস্য খামারের পরিচালক মো: জাহিদুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খামারের কর্মচারীরা জানায়. দুটি ঘেরের সব মাছ মারা গিয়ে ভেসে উঠেছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে রোববার (১০ নভেম্বর) রাতের কোন এক সময় দৃর্র্বত্তরা মৎস্য খামারে বিষ প্রয়োগ করে নির্বিচারে বিভিন্ন জাতের মাছ নিধন করে শত্রুতা চরিতার্থ করেছেন। মৎস্য খামারটিতে রুই কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস ও কালিবাউশ সহ নানান জাতের মাছ ছিল। একই সাথে রয়েছে পোল্ট্রি খামার। মৎস্য খামারের মাছ মারা যাওয়ায় নিৎস্ব হয়ে পড়ার পাশাপাশি মাছের খামারে বিষ প্রয়োগের পরে পোল্ট্রি খামার নিয়েও মালিক দুঃশ্চিন্তায় পড়েছেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী জানান, খবর পেয়ে তিনি ফিল্ড অফিসার জয়দেব সমদ্দারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন তিনি অফিসে ফিরে তার কাছে রিপোর্ট করেছেন বিভিন্ন জাতের ২০০ মন মাছ মারা গেছে যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এদিকে এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

উপরে