উপাসনালয়ে বিশ্ব প্রার্থনা সপ্তাহ উপলক্ষে আলোচনা
গোটা দুনিয়াজুড়ে ওয়ার্ল্ড ওয়াইএমসিএ’র আহ্বানে বিশ্ব ওয়াইএমসিএ/ওয়াইডাব্লিউসিএ বিশ্ব প্রার্থনা সপ্তাহ পালন করে। এরই আলোকে রোববার বগুড়ায় উপাসনালয়ে বিশ্ব প্রার্থনা সপ্তাহের আলোচনায় অংশ নেন খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডী।
‘পবিত্র বিশ্বাসের সাথে উপাদানগুলো পার করা’ এ থিমের অধীনে আমরা ধর্মগ্রন্থ এবং আমাদের দৈনন্দিন জীবনে জল, পৃথিবী, আগুন এবং বাতাসের আধ্যাত্মিক তাৎপর্য প্রতিফলিত করব। আস্থার সাথে ভবিষ্যৎ জীবনে সুখের নাগাল পেতে প্রত্যাশার প্রার্থনার মধ্যদিয়ে দেহ, মন আত্মার সমন্বয় ঘটিয়ে প্রভূ যীশুর নৈকট্য লাভ করবো। প্রভু যীশুর নৈকট্য পেতে হলে প্রত্যাশিত পরিবর্তন, পূর্ণতা, আশা, দায়িত্ববোধ, মর্যাদা, ঐক্য, বংশাবলীসহ বিভিন্ন বিষয়ে আমাদের জানতে হবে। আমরা এ পৃথিবীকে সবাই মিলে সুন্দর রাখব। পৃথিবীকে সুন্দর রাখলে আমাদের মানসিকতাও সুন্দর হবে। শান্তিপ্রিয় হবে গোটা জগতের মানবকূল। বীজ থেকে পুস্প যেভাবে প্রস্ফুটিত হয়ে থাকে, ঐক্য দ্বারা আশা ও ভালোবাসার চর্চা করবো। ঐক্যের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে ভালো রাখবো। মানুষকে ভালো রাখতে হলে এবারের মূলসুর অত্যন্ত গুরুত্ববহ। আসুন আমরা অবিচল বিশ্বাস নিয়ে এগিয়ে যাই। বিশ্ব প্রার্থনা সপ্তাহ উপলে ধর্মীয় গানে গানে মুখরিত হয় খ্রিষ্টীয় ধর্মাবলম্বীরা।