সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশনের (সুভা,যুব সেবা সংঘ) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। গতকাল শুক্রবার ( ১৫ নভেম্বর) এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে র্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ, কেক কাটা ও আলোচনা সভাা আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলাচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশনের (সুভা) সভাপতি মো. হাফিজুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশনের (সুভা, যুব সেবা সংঘ) প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী, উপদেষ্টা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শিউলী বেগম, ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ মো. শাবাহাত আলী, সাংবাদিক মো. আমিরুজ্জামান ও এম আর আলম ঝন্টু প্রমুখ।
এছাড়াও আলোচনায় সভায় অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবের সদস্য মিথুন কার্নাইন, আমাদের প্রিয় সৈয়দপুরের প্রতিষ্ঠাতা নওশাদ আনাসারী, সেতু বন্ধুন যুব উন্নয়ন সংস্থার মো. আলমগীর হোসেন, হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সাধারণ মো. রুবেল, হিউম্যানিটি অব সৈয়দপুর এর সভাপতি ইমরান হোসেন সুলতান প্রমুখ।
সভায় বক্তারা ২৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত সুভাকে আরো এগিয়ে নেয়ার উদাত্ত আহবান জানান। এছাড়াও শহরের যানজট, পরিস্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য সামাজিক কাজে সুভার সদস্যদেও সম্পুক্ত করারও আহবান জানানো হয়।
এর আগে সকাল শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও ইউএনও নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় র্যালি থেকে শহরের যানজট, পরিস্কার-পরিচ্ছন্নতা, বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে।পরে সেখানে সুভার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সুভার অন্তর্র্ভূক্ত স্বেচ্ছাসেবী ২৩টি সংগঠনের উপদেষ্টা ও সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।