সৈয়দপুরে শিক্ষকের পিতার ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুরে পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আতাউর রহমান বুলবুলের বাবা মেহের আলী সরকার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রোববার (১৭ নভেম্বর) ভোর পাঁচটায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সর্দারপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ জোহর খাতামধুপুর ইউনিয়নের সর্দারপাড়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ, মরহুম মেহের আলী সরকার ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ এবং হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেহেনুর বেগম মঞ্জুরীর বড় আব্বা (জ্যেঠা) এবং ময়দানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক আমিনুর ইসলামের বাবা।
তাঁর মৃত্যুতে খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু (পাইলট), কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুশারাত জাহান, মো. মিজানুর রহমান, মরিয়ম নেছা, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেচুর রহমান জুয়েল, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: