প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪ ১৪:৫৭

আদমদীঘিতে নিহত প্রধান শিক্ষক আব্দুর রহিমের দাফন সম্পন্ন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে নিহত প্রধান শিক্ষক আব্দুর রহিমের দাফন সম্পন্ন

গত রবিবার বেলা ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ডের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ী ফেরার পথে নওগাঁ-রাজশাহী সড়কের মোহনপুর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে নিহত বগুড়ার আদমদীঘি উপজেলা জি.এম আইডিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য আব্দুর রহিমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

গত সোমবার বেলা ১১টায় তার নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান জি.এম আইডিয়াল মডেল স্কুল মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। প্রধান শিক্ষক আব্দুর রহিমের মৃত্যুতে শোক জ্ঞাপন ও নামাজে জানাজায় অংশ নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার, বগুড়া জেলা জামায়াতের সদস্য মাওঃ মোফাজ্জল হক, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, জামায়াত নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, জামায়াত নেতা গোলাম মোস্তফা, ইদ্রিস আলী, রশিদুল ইসলাম রিপন, আহসান হাবীব পল্টু, ফরিদুল ইসলাম, এনামুল হক, আহসান হাবীব তুহিন প্রমূখ। 

 

উপরে