আলু বীজ সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন
সারাদেশে আলুর দাম স্বাভাবিক রাখতে ব্রাক সহ সকল আলু বীজ ডিলার বাতিল ও অসাধু ব্যবসায়ীদের শাস্তি দাবিতে বগুড়ার শাজাহানপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টা ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল হাটে স্থানীয় আলুচাষী কৃষকগণ এই মানববন্ধন করেন।
সরাসরি প্রান্তিক কৃষকদের কাছে আলু বীজ দেওয়ার দাবিতে মানববন্ধনের একপর্যায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে করেন আলু চাষী কৃষকরা। সকল আলু বীজ ডিলার বাতিল ও অসাধু ব্যবসায়ীদের শাস্তি দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা।
এসময় মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসন ও থানা পুলিশ আশ্বাস দিলে কিছুটা শান্ত হয়ে মহাসড়ক থেকে সরে মানববন্ধনে বক্তব্য রাখেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।আলু চাষি কৃষকদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচিতে অংশনেন মানিকদিপা এলাকার কৃষক ফারুক হোসেন, মোহসীন আলী,সামিম আহমেদ,বামুনিয়া এলাকার শামিম হোসেন, জামুন্না গ্রামের আনোয়ার,আবুল কালাম,হাবিবুর, ইব্রাহিম, শাহাদত হোসেন, আফজাল আলী, সুলতান সহ শতশত কৃৃষক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রাক আলু বীজের কোম্পানি মূল্য মাত্র ৩১৬০ হলেও অসাধু ব্রাক বীজ ডিলার ৫ থেকে ৬ হাজার টাকা বিক্রি করছেন।
আমরা কৃষকরা ঠিকমতো বীজ আলু পাচ্ছিনা।আলু বীজ নিতে গেলে সিন্ডিকেট বীজ ব্যবসায়ীরা কৃত্রিম সংকটে দেখায় অথচ বস্তা প্রতি ২ থেকে ৩ হাজার টাকা বেশি দিলেই বীজ বিক্রি করছেন।
স্থানীয় আলু চাষি শামিম হোসেন বলেন,দেশের ছাত্র, জনতা ও ব্যবসায়ীরাসহ সর্বস্তরের মানুষের গণঅভ্যুত্থানে সরকার পতনের পরও অসাধু আলু বীজ ব্যবসায়ীরা কৃষকদের নানাভাবে হয়রানি করছে। আলু বীজ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সকল ডিলার বাতিল করতে নতুন সরকারের কাছে প্রত্যাশা করেন। দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশে আলু বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।