প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪ ১৩:৫৮

সৈয়দপুরে ২১টি প্রাথমিক বিদ্যালয়ে অত্যাধুনিক ওয়াশ ব্লক নির্মাণ কাজ শেষ পথে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে ২১টি প্রাথমিক বিদ্যালয়ে অত্যাধুনিক ওয়াশ ব্লক নির্মাণ কাজ শেষ পথে

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে নতুন অত্যাধুনিক ওয়াশ ব্লক নির্মাণ কাজ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে এ সব নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। কাজের সিডিউলে উল্লেখিত নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষে বিদ্যালয় সংশ্লিষ্টদের কাছে ওয়াশ ব্লকগুলো হস্তান্তর করা হবে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি - ৪ (পিইডিপি-৪) এর আওতায় উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। এর মধ্যে ১৭টি ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে বিদ্যালয়ের পুরাতন ভবন সংযুক্ত করে। আর চারটি ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে বিদ্যালয় ভবন থেকে পৃথকভাবে। এ সব নির্মাণ কাজে প্রাক্কলণ ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ আশি হাজার টাকা এবং ১৬ রাখ পাঁচ হাজার টাকা। নীলফামারীর মেসার্স জারিফ বিল্ডার্স, মেসার্স সাইকি বিল্ডার্স ও মেসার্স গফুরন্নেছা নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ সব ওয়াশ ব্লক নির্মাণ কাজ করছে। চলতি বছরের গত ১১ ফেব্রুয়ারি এ সব নির্মাণ কাজের কার্যাদেশ প্রদান করা হয়েছে। 

গত মঙ্গলবার সৈয়দপুর উপজেলার কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরেজমিনে গিয়ে দেখা যায় অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ওয়াশ ব্লক নির্মাণ কাজ চলছে। আর নির্মাণাধীন এ সব ওয়াশ ব্লকে রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক কমোড ও প্যান, ফুটওয়াশ, ইউরিনাল, ক্যাবিনেট বেসিন ও চেঞ্জিং কক্ষ। এছাড়াও ওয়াশ ব্লকের ভেতরের পুরোটাই টাইলস্ লাগানো হয়েছে। বর্তমানে ফিনিশিং কাজ চলছে।

কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজমুল শাহাদাৎ জানান, তাঁর বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এতোদিন বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সম্মত কোন ওয়াশ ব্লক ছিল না। ফলে শিক্ষার্থীরা চরম  দূর্ভোগে মধ্যে ছিল। বর্তমানে বিদ্যালয়ে একটি আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

 সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. আবু জাফর বলেন, ওয়াশ ব্লক নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী যথাযথভাবে করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্টরা  ও আমি  ওয়াশ ব্লকগুলোর নির্মাণ কাজ শুরু পর থেকে এ সব নির্মাণ কাজের সার্বক্ষণিকভাবে সার্বিক তদারকি করে আসছি। ইতিমধ্যে এ সব ওয়াশ ব্লকের নির্মাণ কাজের নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে। আর চলতি বছরের এ সব নির্মাণ কাজ শেষ হবে। ওয়াশ ব্লকগুলো নির্মাণ কাজ শেষে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। 
 সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার বলেন, উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিডিউল মোতাবেক এ সব ওয়াশ ব্লকের র্নিমাণ কাজ সম্পন্নের জন্য তিনিসহ সহকারী উপজেলা শিক্ষা অফিসাররা দেখভাল করছেন। নির্মাণ কাজে ব্যবহৃত উপকরণের বিষয়ে কোথাও কোন রকম অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান বিদ্যালয়গুলোতে নতুন নতুন ওয়াশ ব্লক নির্মাণ হওয়ায় ছাত্র-ছাত্রীরা স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা পাবে।

 

উপরে