প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪ ১৪:০২

চাকরি পেলেন আন্দোলনে শহীদ সাজ্জাদের বাবা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
চাকরি পেলেন আন্দোলনে শহীদ সাজ্জাদের বাবা

জুলাই- আগস্টের অভ্যূত্থানে শহীদ নীলফামারীর সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেনের একটি কাজের (কর্মসংস্থান) ব্যবস্থা হয়েছে। তাঁকে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কার্যালয়ে ওয়াক্তিয়া মসজিদের স্থান নির্ধারণ করে সেখানে ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়। গত সোমবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের মধ্যদিয়ে ওই ওয়াক্তিয়া মসজিদের কার্যক্রমের শুরু হয়েছে। এতে ইমামতি করেন শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পশ্চিম পাটোয়ারীপাড়ার আলমগীর হোসেন ও সাহিদা বেগম দম্পতির ছেলে ছিলেন সাজ্জাদ হোসেন। তাদের নিজেদের কোন বসতভিটা নেই। তাই অন্যের জমিতে বসবাস করতেন সাজ্জাদ হোসেনের পরিবার। সেখান থেকে উচ্ছেদ হওয়ার পর চলে যান রাজধানী ঢাকার সাভারে। থাকতেন সাভার ডেইরী ফার্ম এলাকার দক্ষিণ কালমা এলাকায়। এক ভাই এবং তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন সাজ্জাদ হোসেন। ঢাকার সোনারগাঁও বিশ^বিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি। লেখাপড়ার পাশাপাশি পরিবার চালানোর তাগিদে কাজ করতেন একটি পোশাক কারখানায়। 

গত ৫ আগস্ট মিছিলের কোটা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অগ্রভাগে ছিলেন সাজ্জাদ। এরপর বেলা ১১টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে সেখানকার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগস্ট বেলা ১২টার দিকে মৃত্যু হয়। পরিবারের সদস্যরা সাভার থেকে সাজ্জাদের লাশ উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া গ্রামের বাসিন্দা চাচা বেলাল হোসেনের বাড়িতে নিয়ে এসে গোসল ও জানাজা করা হয়। পরে নিজের কবরস্থান না থাকায় ৭ আগস্ট বেলা ১১টার দিকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর- ই- আলম সিদ্দিকী বলেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে আজ আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। স্বাধীনতার স্বাদ নতুন করে বাংলার মানুষ পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আর এজন্য কৃতিত্ব মূলতঃ ছাত্র জনতার অভূত্থানে নিহত শহীদ ও আহতরা।  তাদেরই একজন সৈয়দপুরের সাজ্জাদ হোসেন। তাঁর পরিবারের জন্য কিছু করতে পেওে অনেক ভালো লাগছে আজ।

পৌর প্রশাসক আরও বলেন, শহীদ সাজ্জাদ হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। লেখাপড়ার পাশাপাশি গার্মেন্টসে চাকরি করে সংসারের ব্যয় নির্বাহ করতেন। ছেলে সাজ্জাদ শহীদ হওয়ার পর তার সদ্য বিবাহিত স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে চরম বিপাকে পড়েন বাবা আলমগীর হোসেন। তার খুব ইচ্ছে মসজিদে খেদমত করার। তাই প্রচেষ্টা ছিল সৈয়দপুর উপজেলা মডেল মসজিদে কোন পদে নিয়োগ দেয়া। কিন্তু সেখানে কোন পদ খালি না থাকায় সম্ভব হয়নি।

তাই তাঁকে সহযোগিতার জন্য আমরা এই উদ্যোগ। আজ আমরা একটা মহৎ কাজের সাক্ষী হলাম। এখানে একজন শহীদের পিতার নেতৃত্বে নামাজ আদায় করলাম এবং নিয়মিত করবো। তিনি বলেন ইমামের সম্মান বজায় রাখা এবং তাঁকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমরা যেন এই দায়িত্ব পালন করতে পারি সে জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

প্রশাসক বলেন, আপাতত অস্থায়ী হিসেবে তাঁকে সম্মানী দেয়া হবে। আগামীতে সৈয়দপুর পৌরসভার একটি মসজিদ  নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে তিনি স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। তাছাড়া বাঙালীপুর ইউনিয়নে পাঁচ শতক সরকারি জমি শহীদের পরিবারকে বন্দোবস্ত  দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে সাজ্জাদ হোসেন বাবা বাড়ি করতে পারবেন।

শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন বলেন, স্ত্রী, দুই মেয়ে ও ছেলের বউকে নিয়ে খুবই কষ্টে আছি। ছেলে শহীদ হওয়ার পর এখনও সরকারি তেমন কোন সাহায্য-সহযোগিতা পাইনি। এ অবস্থায় পৌরসভার ওয়াক্তিরা ইমামতির কাজটি পেয়ে বেশ উপকৃত হলাম। আর এজন্য সৈয়দপুর পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।  

 

উপরে