সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নেহাল খানর (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, শহরের নয়াবাজার এলাকার মিনহাজ উদ্দিনের বড় ছেলে নেহাল খান। সে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। অন্যান্য দিনের মতো কলেজ ছাত্র নেহাল খান তাঁর তিন বন্ধুসহ এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ে মোটরসাইকেলযোগে বাইপাস সড়কে হয়ে নয়াবাজারের বাসায় ফিরছিলেন। এ সময় তাঁরা তিন বন্ধু শহরের বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নেহাল খান তাঁর মুখে ও বুকে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। এ সময় ওই মোটরসাইকেলের থাকা তাঁর অপর দুই বন্ধুও আহত হয়।
এ সময় আশেপাশের লোকজন নেহাল খানসহ তিনজনকেই গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দূর্ঘটনায় আহত কলেজ ছাত্র নেহাল খানকে মৃত. ঘোষণা করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, তিনি সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নেহাল খানের মৃত্যুর বিষয়ে অবগত নন।