আদমদীঘি দলিল নকল নবীসদের অনশন কর্মসুচী

বাংলাদেশ এ´ট্রা-মোহরার (নকল নবীস) এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল নকল নবীসদের চাকুরী জাতীয় করণের দাবীতে অনশন কর্মসুচী পালন শুরু করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে অফিস প্রাঙ্গনে এ কর্মসুচী পালণ করা হয়।
আদমদীঘি সাব রেজিষ্ট্রী অফিসের বৈষম্যবিরোধী নকল নবীস দাবী আদায় পরিষদের নেতা এহসানুল হক সবুর খান জানান, তাদের চাকুরী জাতীয় করণের দাবীতে ১৯৮২ সাল থেকে আন্দোলন করে আসলেও কোন সরকারই তাদের দাবী পুরুন করেননি। এ লক্ষ্যে বাংলাদেশ এ´ট্রা-মোহরার (নকল নবীস) এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্মসুচী অংশ হিসাবে গত ২০ অক্টোবর থেকে সারা দেশের ন্যায় আদমদীঘি সাব রেজিষ্ট্রী অফিসের ২১ জন নকল নবীস বিভিন্ন কর্মসুচী পালন করে আসছেন।
এরই ধারাবাহিকতা গত রোববার (২৪ নভেম্বর) থেকে আদমদীঘি সাব রেজিষ্ট্রী অফিসের সামনে অনশন কর্মসুচী শুরু করা হয়েছে। তাদের ন্যায্য দাবী অবিলম্বে মেনে নেয়ার আহবান জানান। এদিকে নকল নবীসদের লাগাতার কর্মসুচীর কারনে সময মতো ক্রেতারা দলিল ফেরৎ ও জাবেদা নকল না পেয়ে হয়রানির সম্মুখীন হচ্ছেন।