বগুড়ায় কনসার্টে যুবক খুনের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে গত ২৩নভেম্বর দর্শন বিভাগের পূর্ণমিলনী অনুষ্ঠানে রাতে কনসার্ট চলাকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সচেতন শিক্ষার্থী সমাজ এর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের বটতলা থেকে বের হয়ে পরিসংখ্যান বিভাগের সামনে দিয়ে দর্শন বিভাগের দিকে যেতে চাইলে মুল ভবনের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। তখন মিছিলকারী শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করে। এসময় তারা অভিযোগ করেন, প্রায় অর্ধ লক্ষাধিক যুবক-যুবতীর সমাগণ করে। সেখানে তারা মাদক সেবন করে।যে কারনে একজন যুবক ছুরিকাঘাতে নিহত হয়। প্রথম থেকে এই কনসার্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে্। সমাবেশে তারা দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহ বেশ কয়জন শিক্ষকের পদত্যাগ দাবি করেন। পরে তারা মিছিল সহকারে আবার বটতলা এসে প্রতিবাদ সমাবেশ করে।