প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬

সৈয়দপুরে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নীলফামারীর সৈয়দপুরে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সৈয়দপুর উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিস কক্ষে ওই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গল্পকার ও কথাসাহিত্যিক মো. হাফিজুর রহমান হাফিজ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক দৈনিক সকালের বাণী পত্রিকার সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য  সময় টিভির স্টাফ রিপোর্টার  সাকির হোসেন বাদল,  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল ও সঙ্গীত শিল্পী হোসনে আরা লিপি প্রমুখ।

সভায় সারাদেশের মতো আগামী ৯ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস - ২০২৪ যথাযথভাবে পালনের লক্ষ্যে নানা কর্মসূচির গ্রহন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গৃহিত নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে, দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন- বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন প্রভূতি। 

 

উপরে