বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে দুই ভাই আহত
বগুড়ায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মারপিটে দুই ভাই গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ নভেম্বর রাত ১১টার দিকে শাজাহানপুর উপজেলার বেড়োজা হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন-বেজোড়া হিন্দুপাড়ার মোঃ ফারুক হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে আহত ফারুকের স্ত্রী মোছাঃ রুমি বাদী শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফারুক হোসেন ও জাহিদুল ইসলামের পরিবারের সাথে তাদের পালিত ভাই গোলাম হোসেনের সাথে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই জেরে গত ২৪ নভেম্বর রাত ১১টার দিকে গোলাম হোসেন, মোঃ গোলজার, মোছাঃ গোলাপী বেগম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ কিরন, মোঃ হিরন, মোঃ মিলন, মোঃ রকি ও মোঃ পিংকি সহ আরো ৫ থেকে ৬জন দলবন্ধভাবে ফারুক ও জাহিদুলের বাড়িতে প্রবেশ করে তাদের উপর হামলা করে। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র চাকু দিয়ে ফারুকের শরীরে আঘাত করে। এরপর রাম দা দিয়ে তার মাথায় ৩ থেকে ৪টি কোপ দেয়। এসময় ফারুকের চিৎকারে তার ছোট ভাই জাহিদুল এগিয়ে আসলে তাকেও মারপিট করতে থাকে। এক পর্যায়ে তাদের পরিবারের অন্য সদস্যদেরও মারপিট করতে থাকে।
মারধরের এক পর্যায়ে তারা তাদের ঘরে প্রবেশ করে জমি বিক্রয় করার নগদ ৭ লাখ টাকা ৪ আনি ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্য অনুমানিক ৪০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেয়। এরপর বাড়ীর জানালা, দরজা, বেড়াসহ অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধন করে। এসময় ফারুকের পরিবারের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে গোলাম হোসেনসহ তার দলবল প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন গুরুত্বর আহত ফারুক ও জাহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে ফারুক হাতপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আহত ফারুকের স্ত্রী রুমি জানান, গোলাম হোসেন আমার স্বামীর পালিত ভাই। সে বিভিন্ন সময়ে আমাদের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা নিয়েছে। সর্বশেষ সে আমাদের জমি দখলের চেষ্টা করে। আমার স্বামীসহ পরিবারের লোকজন বাধা দেয়। এরই জেরে গত ২৪ নভেম্বর গোলাম হোসেন তার দলবল নিয়ে আমার স্বামী ফারুক ও দেবর জাহিদুলসহ অন্যদের মারপিট করে। আমার স্বামীর মাথায় রাম দা দিয়ে কোপানো হয়েছে। তার মাথায় ১৮টি সেলাই দেয়া হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, অভিযোগের কপি এখানো পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।