প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪ ১৪:১১

সৈয়দপুরে সেরা পাঠক নির্বাচন ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে সেরা পাঠক নির্বাচন ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ক্লাস্টারে ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মধ্যে সেরা পাঠক নির্বাচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কামারপুকুর ক্লাস্টার বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সেরা পাঠক নির্বাচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছার পরিকল্পনায় ও নিদের্শনায় এই সেরা পাঠক নির্বাচন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আর সারাদেশের মধ্যে প্রথমবারের মতো সৈয়দপুর উপজেলার কামারপুকুর ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই সেরা পাঠক নির্বাচন-২০২৪ এর আয়োজন করা হয়। এতে কামারপুকুর ক্লাস্টারের ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৩ জন অংশ নেয়। উল্লিখিত সংখ্যক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির বাংলা ও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বাংলা ও ইরেজি বিষয়ে সেরা পাঠক নির্বাচন করা হয়। শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ৬৩ জন সেরা পাঠক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার। এতে স্বাগত বক্তব্য রাখেন  কামারপুকুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারি উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি সেরা পাঠক নির্বাচন প্রতিযোগিতায় বিজয়ী ৬৩জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুসারাত জাহান ও মো. মিজানুর রহমানসহ ক্লাস্টারের অন্তর্ভূক্ত ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

উপরে