ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে।
জানা যায়, গতকাল দুপুর ২টায় ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের লুৎফর রহমান (৪০) সে তার মটর সাইকেল যোগে বাড়ী থেকে রানীগঞ্জ বাজারে যাচ্ছিল। এসময় বগুড়া-দিনাজপুর সড়কে ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী নামক স্থানে ব্যাটারী চালিত ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সে রাস্তায় পড়ে যায়। ওই সময় বগুড়া থেকে দিনাজপুর দ্রুত গামী ট্রাক লুৎফর রহমানকে চাকায় পৃষ্ট করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার লাশ উদ্ধার করে ঘোড়াঘাট থানার পুলিশ দিনাজপুর মর্গে প্রেরণ করেছে।