নন্দীগ্রামে খেলাধুলার সামগ্রী বিতরণ করলেন পৌর বিএনপি'র সভাপতি
সুন্দর মন সুস্থ দেহ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। এই ধারাবাহিকতায় বগুড়ার নন্দীগ্রামে পৌর বিএনপির উদ্যোগে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেনের দিকনির্দেশনায় ও পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজেন্ডারের নিজ অর্থায়নে খেলোয়াড়দের মাঝে ভলিবল ও নেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ,পৌর যুবদলের সাধারণ সম্পাদক,মেহেদী হাসান শাহিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুবদল নেতা পারভেজ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণকালে পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজেন্ডার বলেন,
সুন্দর মন সুস্থ দেহ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলায় পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে।