প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪ ১৪:০৮

এড. সাইফুল হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
এড. সাইফুল হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ

এড. সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টায় সৈয়দপুর থানার সর্বস্তরের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ ব্যানারে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদ থেকে সুন্নী ও কওমী আলেম সমাজ ও সর্বস্তরের মুসল্লীরা অংশগ্রহণ করেন। 

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশিষ্ট আলেম মাওলানা সাবির নুরী রিজভীর সভাপতিত্বে দিনাজুরের ইসলামিক রিসার্চ সেন্টার শিক্ষক মাওলানা সৈয়্যদ রাহাতুল আশেকীনের সঞ্চালনায়  সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কওমী আলেম গোলাম রাব্বানী, সুন্নী উলেমা মাওলানা শাহজাদা আশরাফী, মুফতি আব্দুল হামিদ জামালী, মাওলানা হাসনাইন কাদেরী প্রমুখ।

বক্তারা বলেন,আমরা অসাম্প্রদায়িক জাতি হিসেবে পরিচিত।আমাদের দেশের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছে। ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। তাদের বেশির ভাগ কার্যক্রম  দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের হিন্দু-মুসলিমের মধ্যে থাকা সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেবো না। তারা বাংলাদেশ  কোন কার্যক্রম চালাতে পারবে না। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। বক্তারা আরও বলেন, আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ‘ইসকন’ আর সনাতন ধর্মাবলম্বী এক নয়। আমরা এ উগ্রবাদী সংগঠনের সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে কথা বলছি।

সমাবেশ থেকে দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য  হিন্দু ভাই- বোনদেরও জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়েছে। এর আগে বিক্ষোভকারী মুসল্লিরা শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের প্রেসক্লাবের সামনে জড়ো হয়। ঘন্টাব্যাপী ওই বিক্ষোভ সমাবেশে সুন্নী-কওমীসহ সর্বস্তরের ধর্মপ্রাণরা অংশগ্রহণ করেন।

 

উপরে