প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪ ১৪:১৪

নন্দীগ্রামে ছাত্র জনতার গণভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
নন্দীগ্রামে ছাত্র জনতার গণভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে গত ২৮শে জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুম ভদ্রাবতীতে ২০২৪সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত স্বরণ সভায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা: লায়লা আঞ্জুমান বানু'র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার গাজিউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রোহান সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সাব-রেজিস্টার শারমিন আকতার, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, বগুড়া জেলা জামায়াতের সহ- সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতে আমির আনোয়ারুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের অভিভাবক ও সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ আরো অনেক। 

উল্লেখ্য, স্বরণ সভার আলোচনা শেষে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

উপরে