প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪ ১৪:২০

কাহালুর নারহট্র ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
কাহালুর নারহট্র ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়ন পরিষদে ১”শ ৯৪ জন উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।  ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করেন নারহট্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নারহট্র ইউ পির সচিব মো. আব্দুস সামাদ, হিসাব সহকারি মোছা. সুরাইয়া নিসা, নারহট্র ইউ পি সদস্য গোলাম রব্বানী মন্ডল, শহিদুল ইসলাম, সেলিনা আক্তার, শাহানাজ পারভীন, হোসনে আরা কাওছার, আব্দুল মতিন, আব্দুল মান্নান, রাশেদ সরদার, গোলাম রব্বানী, মোজাহার আলী, মমতাজ আলী খন্দকার সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

উপরে