সৈয়দপুরে শেরে বাংলা সড়কের সংষ্কার শুরু
নীলফামারীর সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কের তামান্না সিনেমা হল মোড় থেকে ওয়াপদা মোড় পর্যস্ত মেরামত কাজ শুরু হয়েছে। গতকাল রোববার সকালে শহরের তামান্না সিনেমা হল মোড় এলাকায় সড়কটির সংষ্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, পৌর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, মিডিয়া বিভাগের সম্পাদক আব্দুস সালাম, প্রেসক্লাবের আহবায়ক প্রভাষক শওকত হায়াৎ শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালেক ও সেলিম আহমেদ জুয়েল, উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, হিসাব রক্ষক আবু তাহের, ক্রীড়া সংগঠক ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, ঠিকাদারি প্রতিষ্ঠান নীলফামারীর মিনা কনস্ট্রাকশনের প্রতিনিধি জাকির হোসেন মেনন, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মামুনুর রশীদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রবিউল আউয়াল রবি, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় ৬৬ লাখ ৮ হাজার ৩৩ টাকা ব্যায়ে সড়কটির সংস্কার করা হচ্ছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়কে গর্ত ভরাট ও পাথরের কার্পেটিং করা হবে। নীলফামারীর মিনা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির সংস্কার কাজ করছে।