প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৪ ১৭:৪১

নঁওগায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অনলাইন ডেস্ক
নঁওগায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ও সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁর মহাদেবপুরে খড়বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়। মঙ্গলবার ভোরে মহাদেবপুর উপজেলার রাণীপুকুর এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার আব্দুল জলিল শিশুপার্ক এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

ভীমপুর পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খড়বোঝাই একটি ট্রাক গাইবান্ধা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। পরে ট্রাক্টর খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার নিহত হন। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে চালকের নাম পরিচয় পাওয়া গেলেও হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

নিহত ট্রাক চালকের নাম সুমন মিয়া (৪০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামের সামছুল আলমের ছেলে।

নওগাঁ সদর মডেল থানার এসআই আবু তাহের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শহরের আব্দুল জলিল শিশুপার্ক এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবুল কাশেমের বাড়ি নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রামে।

উপরে