প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৪ ১৬:০০

সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান -২০২৪ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার সভাপতি মো. শরফুদ্দিন খান।

সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমা।

 উপসহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. আসাদুজ্জামান আশার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও সদস্য মো. ফারুক হোসেন খান প্রমুখ।

শেষে উপজেলার গত বছরের সর্বোচ্চ ইঁদুর নিধনকারী তিনজন কৃষককে পুরস্কৃত করা হয়। তারা হচ্ছেন, উপজেলার কামারপুকুর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম এবং বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী গ্রামে বিধান চন্দ্র রায় ও প্রদীপ চন্দ্র রায়।

 একই দিন ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী তালিকাভূক্ত কৃষক-কৃষাণীদের হাতে ওই ধান বীজের প্যাকেট তুলে দেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার তিন হাজার কৃষককে বিনামূল্যে বোরো ধানের (হাইব্রিড) বীজ বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষক-কৃষাণীকে হাইব্রিড জাতের দুই কেজি করে ধান বীজ প্রদান করা হয়।

 অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 

উপরে