সৈয়দপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত
নীলফামারীর সৈয়দপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ দ্ইু জন নিহত হয়েছে। এদের মধ্যে দ্রুতগামী পিকআপের ধাক্কায় একটি প্লাইউড কারখানার শ্রমিক সামসুল (৬৫) এবং মাটি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু আব্দুল্লাহ্ (৬) নিহত হন।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের রংপুর -দিনাজপুর মহাসড়কের ধলাগাছ মতির মোড় এবং কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কালার ভিটার লংকাপাড়া এলাকায় দূর্ঘটনা দুটি ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ উভয়ের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কালার ভিটার লংকাপাড়া এলাকায় বাসিন্দা সোহেল ইসলাম ও রিমা খাতুন দম্পতির একমাত্র শিশু পুত্র মো. আব্দুল্লাহ (৬)। সকাল আনুমানিক নয়টার দিকে বাড়ি পাশের রাস্তার ধারে বসে খেলা করছিল সে। এ সময় ট্রলি চালক জমিতে মাটি ফেলে রাস্তায় উঠার সময় পিছনে থাকা শিশু আব্দুল্লাহকে চাপায় দিয়ে পালিয়ে যায়। পরে আহতের চাচা রয়েল ইসলামসহ (২৭) স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসেন। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তাঁর মা ও বাবার কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সকাল আটটার দিকে শহরের রংপুর-দিনাজপুর মহাসড়কে ধলাগাছ এলাকায় অবস্থিত আহমেদ প্লাইউড কারখানায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী পিকআপের ধাক্কায় সামসুল হক (৬৫) নামের এক শ্রমিক নিহত হন। উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সামসুল হক সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকার মৃত. শফিউদ্দিনের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানান, সামসুল হক রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত আহমেদ প্লাইউড কারখানায় শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত কারখানায় কাজ শেষে সকালে বাইসাইকেল চালিয়ে তিনি শহরের রসুলপুর এলাকার বাড়ি ফিরছিলেন। এ সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ পেছন থেকে তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাঁর ব্যবহৃত বাইসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
সৈয়দপুর থানা পুলিশ খবর পেয়ে পুলিশ নিহত সামসুলের বাড়িতে গিয়ে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে উভয়ের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক দুইটি ইউডি মামলা হয়েছে।