বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থা কার্যালয় পরিদর্শন
আমাদের সবারই প্রতিবন্ধীদের প্রতি কর্তব্য ও দায়িত্ব রয়েছে। একই ভাবে পরিবারের, সমাজের এবং রাষ্ট্রেরও তাদের প্রতি রয়েছে কর্তব্য। কর্তব্যের কথা ভুলে গিয়ে প্রতিনিয়ত আমরা উদাসিন। এদের জীবনে পদে পদে বাধা। এ ধরার রং, রূপ, রসের বিলাশ, বৈচিত্র্য অনেক কিছু উপভোগে অক্ষম। সুস্থ মানুষের মতো হেঁটে চলা, বেড়াতে অপটু। দিকে দিকে যে বিচিত্র কর্মধারা নিত্য প্রবাহিত সেখানে যোগ দিতে অপারগ। ধীরে ধীরে তাদের জীবনে নেমে আসে হতাশা। অনিশ্চয়তার অন্ধকারে জীবন চলে ভেসে। কর্ম জগতে এদের অনাদর উপেক্ষা। শুধু দেহমনে এরা প্রতিবন্ধী নয় অর্থনৈতিকভাবে এরা অধিকাংশই অস্বচ্ছল।
ভালোবাসার উষ্ণ পরশ হতে এরা বঞ্চিত। সামাজিক আনন্দ অনুষ্ঠানে মানুষের বিচিত্র কর্মযজ্ঞে তাদের কুণ্ঠিত প্রবেশ। এরা আমাদেরই সমাজের, দেশের একটা বিরাট অংশ। এদেরকে ব্যতিরেকে কোন কিছু ভাবাই সমুচীন নহে। তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে আমাদের ভাগ্যের উন্নয়ন কখনো সম্ভব নয়। এরই আলোকে প্রতিবন্ধী সেবা সংস্থা প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছে। অতি সম্প্রতি সদরের কাটনার পাড়ায় সংস্থার কার্যালয় পরিদর্শনকালে শহর সমাজসেবা কার্যালয় বগুড়ার প্রতিনিধি হিসেবে ফিল্ড সুপার ভাইজার আবুল হোসেন এ কথাগুলো বলেন।
সংস্থার সভাপতি নাজমা বেগম রুমির সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শংকর কর্মকারের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন শহর সমাজসেবা পৌর সমাজকর্মী আব্দুল মান্নান, উপদেষ্টা আজাহার আলী, সাবেক সভাপতি অজিত স্যান্নাল (হিরু), সহসভাপতি গোপাল সাহা, সদস্য রোকন আক্তার ফরিদা, হেলাল আকন্দ হিলু, মহাদেব দাস, প্রান্ত দাসসহ প্রমুখ। পরিদর্শন শেষে শহর সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার ও পৌর সমাজকর্মী কার্যক্রমের জন্য সন্তোষ প্রকাশ করেন।