পার্বতীপুরে জেলা হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কমিটি গঠন
দিনাজপুরের পার্বতীপুরে দিনাজপুর জেলা হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত দিনাজপুর জেলা হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
দিনাজপুর জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায় এর সভাপতিত্বে ও রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন সাধো,সদস্য জেলা যুবদল ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার।পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম ও সাংগঠনিক সম্পাদক জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দিনাজপুর ও যুবদল নেতা মোঃ সাকিব হোসেন ডলার।
সভায় সাবেক পৌর মেয়র এ, জেড, এম মেনহাজুল হক কে প্রধান উপদেষ্টা করে ৬ বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন,শাহাদাত হোসেন সাধো,মাহাবুর রশিদ সংগ্রাম, মমিনুল ইসলাম ডাক্তার,মিজানুর রহমান সিয়াম ও সাকিব হোসেন ডলার। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।