প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২৪ ২৩:০০

পার্বতীপুরের ভবানীপুর নতুন হাট ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরের ভবানীপুর নতুন হাট ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর অত্র এলাকাবাসী ও মোঃ মোকারম হোসেন সাগর এর  সার্বিক সহযোগীতায় ৮ টিমের ভবানীপুর নতুন হাট ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর প্রথম সেমিফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।

ভবানীপুর অত্র এলাকাবাসী ও মোঃ মোকারম হোসেন সাগর  আয়োজিত এই সেমিফাইনাল খেলায় অপুর্ব একাদশ পার্বতীপুর  বনাম হাবড়া লাল একাদশ অংশ গ্রহণ করে এবং ১-০ গোলে হাবড়া লাল একাদশকে পরাজিত করে অপুর্ব একাদশ পার্বতীপুর জয়ী হয়। শনিবার (৭ ডিসেম্বর ) বিকালে পার্বতীপুর উপজেলার  ভবানীপুর নতুনহাট বড় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাবড়া ইউনিয়ন এর  সাধারন সম্পাদক মোঃ মোস্তফা জামান হায়দার হিমেল এর  সভাপতিত্বে  খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাবড়া ইউনিয়ন এর সভাপতি সরদার মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবড়া ইউনিয়ন  বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন  সামসুল সরকার।প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন  মোস্তাফিজুর রহমান বাবু। সহকারী ছিলেন  ডালিম রায় ও আতিকুর রহমান।

উপরে