প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৪ ২১:১০

সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে বেগম রোকেয়া দিবস উদযাপন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে বেগম রোকেয়া দিবস উদযাপন

নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে  বেগম রোকেয়া দিবস - ২০২৪ উদযাপন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। গৃহিত এ সব কর্মসূচির মধ্যে ছিল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি ও  উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সম্মাননা স্মারক প্রদান।

দুপুরে শহরের পুরাতন বাবুপাড়াস্থ স্কুলে চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি  প্রধান শিক্ষক  ফরিদা বেগম এবং নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফা মমতাজ।

এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু। অনুষ্ঠানে শেষে শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি  প্রধান শিক্ষক  ফরিদা বেগম এবং নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফা মমতাজ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  এছাড়াও কবিতা আবৃত্তি ও  উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ী শিক্ষার্থীরা হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণির সারা খাতুন ও  বার্জিস আলী এবং সপ্তম  শ্রেণির সাবেরা মুসফিরাত সাফি ও সায়না ইসলাম আলিফ।
 ইন্টারন্যাশনাল স্কুলের সহকারি শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপাধ্যক্ষ নিঘাত সুলতানা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

উপরে