পার্বতীপুরে ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে ধান কাটা ও মাড়াইয়ের ধুম
ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে দিনাজপুরের উদ্বৃত্ত খাদ্য ভান্ডার পার্বতীপুরে চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। সেই সাথে চলছে নবান্নের উৎসব। নতুন ধানের মৌ মৌ গন্ধে কিষাণ কিষাণী সবাই ব্যস্ত সময় পাড় করছে। পল্লী বালারা ব্যস্ত নতুন ধানের পিঠা পুলি বানাতে। সব মিলিয়ে নতুন ধান কে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসব মূখর পরিবেশের।
রোপা-আমন মৌসুমে চারা রোপনের পর তরতর করে বেড়ে উঠা রোপা-আমনের গাছগুলো শীষ বের হয়ে তা ধান গাছে পরিনত হয়। আবহাওয়া অনুকূলে থাকায় যথা সময়ে রোপনকৃত রোপা-আমনের গাছগুলো সবুজের সমারোহ ছড়াতে থাকে । সবুজের সমারোহ দেখে বাম্পার ফলনের আশায় অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কৃষক। এক সময় তাদের অপেক্ষার সেই পালা শেষ হয়। ঘরে তোলে সোনালী ফসল।
জানা যায়,দেশের উত্তরাঞ্চলের উদ্বৃত্ত খাদ্য ভান্ডার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা। এখানকার প্রধান ফসল ধান। এখানে মাঠের পর মাঠ জুড়ে বিভিন্ন মৌসুমে বিভিন্ন জাতের ধানের আবাদ হয়। আবহাওয়া অনূকূলে থাকলে এখানে ধানের বাম্পার ফলনও হয়ে থাকে। এবারের রোপা- আমন মৌসুমে আবহাওয়া অনূকূলে থাকায় যথা সময়ে কৃষকেরা ধানের চারা রোপণ করেছেন। এখন তা ধান গাছে পরিনত হয়েছে। আর সেই ধান কাটা ও মাড়াইও শুরু হয়েছে। তবে এর আগে আগাম জাতের ধান কর্তন শেষ হয়েছে।
পার্বতীপুর উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোপা-আমন মৌসুমে পার্বতীপুর উপজেলায় রোপা-আমন আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছিল ২৮ হাজার ৮শ' ৮২ হেক্টর জমিতে। আবহাওয়া অনূকূলে থাকায় কৃষকেরা যথা সময়ে চারা রোপণ করেছেন এবং লক্ষ্য মাত্রার চেয়ে বেশী জমিতে রোপা-আমনের আবাদ করা হয়েছে। আবাদও হয়েছে বেশ ভালো। সব মিলিয়ে এবারে বাম্পার ফলন হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আবহাওয়া অনুকূলে থাকায় রোপা-আমন মৌসুমে যথা সময়ে চারা রোপণ করাতে এবারের উৎপাদন আশানুরূপ হয়েছে । তাছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের নানা ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ায় কৃষকেরা উপকৃত হয়েছেন।