বুদ্ধিজীবী দিবসে ছাত্র ইউনিয়ন বগুড়ার আলোর মিছিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মিছিলটি ছাত্র ইউনিয়ন জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজের সভাপতিত্সংবে ও সাধারণ সম্পাদক বায়েজিদ রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচনা করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক, দপ্তর সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিলন হোসেন।
সভায় বক্তরা বলেন, "১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের পরাজয় নিশ্চিত জেনে সদ্য জন্ম নেয়া বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য এদেশের মেধাবী সন্তানদের ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে৷ তারই স্মরণে দিনটি বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করা হয়।
বক্তারা আরো বলেন, "এই বুদ্ধিজীবীদের পরিচয় ও তাঁদের মতাদর্শ সম্পর্কে জাতিকে জানানো অত্যন্ত জরুরি। শাসকগোষ্ঠী ১৪ ডিসেম্বরের যাবতীয় কর্মসূচি পালনের ক্ষেত্রে শহীদদের নাম ও পরিচয় যথাসম্ভব উহ্য রাখে। এর কারণ, তাঁরা প্রায় সবাই রাজনৈতিক দর্শনে বামপন্থী তথা প্রগতিশীল ছিলেন। একাত্তরে তাঁদের যে তালিকা তৈরি করা হয়, সেটাও ছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার (সিআইএ) পৃষ্ঠপোষকতায়। মূলত স্বাধীন বাংলাদেশ যাতে কোনো দিন বৈষম্যহীন একটি সমাজে পরিণত হতে না পারে, তা নিশ্চিত করতেই এই সূর্যসন্তানদের হত্যা করা হয়েছিল। আজ বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায়, সাম্রাজ্যবাদীদের সেই পরিকল্পনা অনেকাংশে সফল হয়েছে। এছাড়া সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বধ্যভুমি। যা রক্ষাণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করা হচ্ছে।"
বক্তারা সকল বধ্যভূমি রক্ষণাবেক্ষণ ও দখলদারিত্ব মুক্ত করারও দাবী জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা সংসদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজয় পাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উৎপল কুমার, সাংস্কৃতিক সম্পাদক শ্রুতি পাল শ্যামা, সদস্য রাকিব হোসেন, আবু সাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।