কাহালুতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহাল ুউপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ লিয়াকত আলী সরদার, বীরমুক্তিযোদ্ধা ফজের আলী, বীরমুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বীরমুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, দৈনিক করতোয়া পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি আব্দুস ছালেক তোতা, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃ›ন্দ।
এছাড়াও একই দিন দুপুর ১২ টায় বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে নারহট্র’র বীর মুক্তিযোদ্ধা মরহুম খয়বর আলীর কবর জিয়ারত করা হয়।