কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ কোয়ার্টার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন বনাম পৌরসভা ও ইউনিয়ন পরিষদ একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেবেকা সুলতানা ডলি, কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, দূর্গাপুর
ইউ পি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রনজু, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, জামগ্রাম ইউ পির প্রশাসক শাহারিয়ার সিদ্দিক, নারহট্র ইউ পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম
রব্বানী আকন্দ, পাইকড় ইউ পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ঘুটু, উপজেলা কর্মকর্তা রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও পৌরসভার কর্মচারীবৃন্দ।