শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগ হিলি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে
দিনাজপুরের হিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের বিরুদ্ধে শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবিতে স্কুল ঘেরাও করে শিক্ষার্থী ও অভিভাবকরা। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি অমিত রায়।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয়ে ঘেরাও করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলের প্রধান শিক্ষক তার আচারণ ভাল না। তিনি আমাদের স্কুলে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের শরীরে খারাপ ভাবে স্পর্শ করে। এর আগেও আমরা এর অনেক প্রতিবাদ করেছিলাম। তাতেও কোন প্রতিকার হয়নি। আমরা এই প্রধান শিক্ষকের প্রত্যাহারের দাবি করছি।
কয়েকজন অভিভাবক বলেন, হিলি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। এর আগেও অনেক প্রধান শিক্ষক এই স্কুলে ছিলো। তাদের বিরুদ্ধে কোন অভিযোগ ছিলো না। অনেক আশা নিয়ে মেয়েদের আমরা স্কুলে পাঠায়। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে তো সমস্যা। আমরা এই প্রধান শিক্ষককে চাই না, তাকে অতিদ্রুত প্রত্যাহারের দাবি জানায়।
শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগের বিষয়টি জানতে চাইলে, হিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুন বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।
এবিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি অমিত রায় বলেন, স্কুলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবিষয়ে আমি দিনাজপুর জেলা কার্যালয়ে আলোচনা করবো এবং দ্রুত প্রধান শিক্ষককে প্রত্যাহারের ব্যবস্থা করবো।