বগুড়ায় ৯ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড'র পক্ষ থেকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ৯ টি মাদ্রাসায় এতিমদের মাঝে ৩০০ পিস শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) ফুলবাড়ী ইউনিয়নের ৯টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করে ৯ টি মাদ্রাসার শিক্ষকদের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব (বিএসসি)।
এসময় মাদ্রাসাগুলো ঘুরে তিনি বলেন, সারাদেশে এখন খুবই শীত চলছে। তাছাড়া গ্রাম এলাকায় শীতের মাত্রা অধিক শুরু হয়ে গেছে। বিশেষ করে ফুলবাড়ি ইউনিয়নের মাদ্রাসা গুলোতে অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করেন, প্রচন্ড শীতে কষ্ট করেন। অনেক ছাত্ররা ফ্লোরে ঘুমিয়ে থাকে, তারা শীতকালে অনেক কষ্ট করে, এজন্যই মাদ্রাসার যারা এতিম রয়েছেন তাদের মাঝে কম্বল বিতরণ করলাম, এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, প্রতিবছরই বিতরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফুলবাড়ি ইউনিয়ন এর মাদ্রাসা গুলো হল- চৌকিবাড়ী মাদরাসা, ডোমকান্দী(দহ্পাড়া), বালুয়াওার মাদরাসা, হরীণা মাদরাসা, ফুলবাড়ী মাদরাসা, ফুলবাড়ী (নোয়াপাড়া), রামচন্দ্রপুর মাদরাসা,কাটাখালি ও রামচন্দ্রপুর দক্ষিণপাড়া মাদ্রাসায় মোট ৩০০ টি কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব'এর পিতা মোঃ আলহাজ্ব বদিউজ্জামান এবং ৯টি মাদ্রাসা কমিটির সদস্যরা ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।