পার্বতীপুরে মহান বিজয় দিবস পালিত
দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে নির্মিত পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৯টায় পৌরসভার স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ তাদের মাঝে ছাতা বিতরণ করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ফাতেমা খাতুন।
এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন ও উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মিনহাজুল হক তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পৌর স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ আব্দুস ছালাম ও রেলওয়ে থানার ওসি ফকরুল ইসলাম সহ বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন।