সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। বেলা ১১টায় সৈয়দপুর পৌরসভা টাউন হল মিলায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্, বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (বীরপ্রতীক),বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ, বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা হাফেজ মো. আব্দুল মুনতাকিম, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ও জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার সভাপতি মো. শরফুদ্দিন খান প্রমুখ।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ,উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহফুজার রহমান চৌধুরী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা একেএম আমিরুজ্জামান শামীম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে দেয়া হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।