পোরশায় মহান বিজয় দিবস উদযাপন

নওগাঁর পোরশায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ভোরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, উপজেলা গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনসহ সরকারী- বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, এনজিওসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনানের নেতৃতে, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ধসঢ়; আহমদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে, উপজেলা বিএনপির অপর অংশের পক্ষে সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ধসঢ়; চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা প্রশাসন দিনটি উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা, ৩১বার তোপধ্বনি, বিজয়মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।