প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪ ১৪:৫৫

সৈয়দপুরে ছাত্রদল সভাপতি আরমানের পিতার ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
সৈয়দপুরে ছাত্রদল সভাপতি আরমানের পিতার ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ আরমানের পিতা ব্যবসায়ী আব্দুল জব্বার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শুক্রবার সকাল সাতটায় শহরের হাতিখানা এলাকার নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে কিডনী ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি- নাতনিসহ অসংখ্য আত্মীয়- স্বজন, বন্ধু –বান্ধব,শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ নামাজে জুম্মা শহরের অফিসার্স কলোনী শাহ আউলিয়া মসজিদ চত্বরে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।

ব্যবসায়ী আব্দুল জব্বারের মৃত্যুতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী ও আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, জেলা বিএনপির সহ- সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আওরঙ্গজেব, তোফায়েল মোহাম্মদ আজম প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উপরে