পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় হরিপুর চৈতাপাড়ায় বাংলার আবহমান লোক সংস্কৃতির ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর চৈতাপাড়া গ্রামের বিশাল খোলা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চৈতাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক একরামুল হক মন্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
স্থানীয় ও বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এ ঘোড় দৌড় প্রতিযোগিতায় ২৮ জন সওয়ারী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার এ বি সি গ্রুপে বিজয়ী হয়েছেন,এ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন রেড হর্স বাসুদেবপুর। বি গ্রুপে প্রথম স্থান অধিকার করেন হালিমা মোস্তাকিন নওগাঁ ও সি গ্রুপে প্রথম স্থান অধিকার করেন হালিমা বাতাসি নওগাঁ। এই ঘোড় দৌড় প্রতিযোগিতাটি বিভিন্ন বয়সের হাজার হাজার নারী পুরুষ উপভোগ করেন। করতালি ও হইউল্লোডে মেতে ওঠেন দর্শকেরা। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতায় ছিলেন, মনমথপুর চৈতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান। সঞ্চালনায় ছিলেন, গোলাম ফারুক ও আবু বক্কর সিদ্দিক। এসময় আরোও উপস্থিত ছিলেন, রাশেদুল ইসলাম, মোখলেসুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে খাসি তুলে দেন।