সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মোহনের ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চার বারের সাবেক কাউন্সিলর শেখ মোহন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারটায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশকিছু দিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ এশা শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে
শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম. সমাজসেবক মো. বদিউজ্জামান বদিয়ার প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।