প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪ ২২:৩৯

পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

"খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি"এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুর জেলার  পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বড়হরিপুর শালের ডাঙ্গা মাঠে বড়হরিপুর শালের ডাঙ্গা খেলোয়াড় একাদশ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২৩ডিসেম্বর) বিকেলে খুশি ব্রিক্স এর সত্ত্বাধীকারী খাদেমুল ইসলাম বাহারের পৃষ্ঠপোষকতায় এই খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার চন্ডীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক।
 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্বতীপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির  সংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান,সাবেক পৌর প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মানজুর রশিদ, উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক একরামুল হক মন্ডল,সদস্য সচিব,উপজেলা যুবদল ও সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি মাহাবুর রশিদ সংগ্রাম,জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক  মমিনুল ইসলাম ডাক্তার,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জোবায়ের হোসেন বাবু প্রমুখ ।

৮ দলের এই ফাইনাল খেলায় নিলফামারী এ ডি এস কে বনাম বিরামপুর উদায়ন ক্লাব অংশগ্রহণ করে। খেলায় ৩-২  গোলের ব্যবধানে নীলফামারী এ ডি এস কে পরাজিত করে বিরামপুর উদায়ন ক্লাব বিজয়ী হয়।

উপরে