পোরশায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক কাউন্সিল
নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন (ভিডিএবি) এর দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার সারাইগাছী স্কুল মাঠে উক্ত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ইশতিয়াক মাশউদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন (ভিডিএবি) এর আয়োজনে এসোসিয়েশনের নির্বাহী কমিটির
সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ; চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল শাহ্ধসঢ়;। উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিলে পল্লী চিকিৎসক আব্দুর রহিমকে সভাপতি ও মোকলেছুর রহমান মুকুলকে সাধারন সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন (ভিডিএবি) এর পোরশা উপজেলা শাখার কমিটি তৈরি করা হয়। এসময় উপজেলার শতাধীক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।