প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪ ২০:৩৭

বগুড়ায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

পদোন্নতি, পদায়নসহ বেশ কিছু দাবিতে বগুড়ায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের রহমান নগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে বিসিএস (পরিবার পরিকল্পনা) কারিগরি (মেডিকেল) ক্যাডার বগুড়া জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ আতিকুর রহমান, সারিয়াকান্দি উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ মোঃ তারেক আব্দুল্লøাহ, সোনাতলা উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ শরিফা নুসরাত, বগুড়া সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ সামিনা খাতুন, বগুড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ সালমা আক্তার প্রমুখ।

এসময় কর্মকর্তারা বলেন, বিসিএস (পরিবার পরিকল্পনা) কারিগরি (মেডিকেল) ক্যাডারদের সাথে পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বৈষম্য করা হচ্ছে। সাধারণ ক্যাডাররা টেকনিক্যাল ক্যাডারদের উপর খবরদারি করছে।

নিয়মানুযায়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে যারা কর্মরত আছেন যোগ্যতা অনুযায়ী তাদের পদোন্নতি হওয়ার কথা। কিন্তু তা না হয়ে অন্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরতদের এখানে পদোন্নতি দেয়া হচ্ছে। এতে করে সারাদেশে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত টেকনিক্যাল কাডাররা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে সরকারি নির্দেশনা মেনে জনগণের সেবা করেও আমরা কোন পদোন্নতি পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আমাদের দাবি, সারাদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে যারা কর্মরত আছেন তাদের পদোন্নতি দেয়া হোক।

তারা আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও একটি বিশেষ ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডাররা বৈষম্যের স্বীকার। প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য সকল ক্যাডারের কর্মকর্তারা বিভিন্নভাবে বঞ্চিত। তাই বৈষম্যহীন বাংলাদেশে
ক্যাডার বৈষম্যের নিরসন চাই।

 

উপরে