সৈয়দপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত
নীলফামারীর সৈয়দপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, উপসচিব পদে সকল কোটার অবসান, জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাবের প্রতিবাদে ওই মানববন্ধন করা হয়। ২৫ ক্যাডার সমন্বয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই মানবববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত শহরের বিমানবন্দর সড়কে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি করা হয়। মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবদ শারমিন সুলতানা, কলেজ শিক্ষক সোহেল আরমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সিভিল প্রশাসনের ব্যাপক বৈষম্য রয়েছে। একটি ক্যাডার সকল সুযোগ-সুবিধা পাবে এটি কারোই কাম্য হতে পারে না। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে বক্তারা বলেন উপসচিব পদে কোন কোটা চাই না। উপসচিব পদে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে সকল ক্যাডারের অংশ গ্রহনের মাধ্যমে উপসচিব পদায়ন দেওয়ার দাবি জানান। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার যে প্রস্তার করা হয়েছে তারও তীব্র প্রতিবাদ জানান বক্তারা।
মানববন্ধন থেকে জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণের জন্য সকল কাডার থেকে উপসচিব পদে পদোন্নতির করার দাবি করা হয়েছে। অন্যথায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে আগামীতে বৃহৎ আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে । এতে প্রশাসন ক্যাডার ছাড়া ২৫ ক্যাডার ভিত্তিক বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদরা অংশ নেন।