প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ১৮:১৯

সৈয়দপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
সৈয়দপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুর শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নজির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত শুক্রবার রাত পৌণে নয়টায় বার্ধক্যজনিত কারণে শহরের চাঁদনগরের নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া ঈদগাহ্ধসঢ়; মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে সকল আত্মীয়-স্বজন ছাড়াও শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের কয়ানিজপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, মরহুম নজির উদ্দিন ছিলেন শহরের শেরে বাংলা সড়কের কিছুক্ষণ কনফেকশনারীর স্বত্ত্বাধিকারী মো. মাহবুবার রহমান বাবুর চাচা। তাঁর মৃত্যুতে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো.
সিদ্দিকুল আলম সিদ্দিক, আলাহজ¦ মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লায়ন জোবায়দুল ইসলাম মিন্টু, সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানার বেগম, পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহাবাত আলী সাব্বু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রথম শিক্ষক আব্দুস সামাদ, মো. নুরুজ্জামান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, কাজী জাহিদ, মিজানুর রহমান মিলন, এম ওমর ফারুক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উপরে