প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ১৮:৪১

উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলার ২৪ তম সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলার ২৪ তম সম্মেলন অনুষ্ঠিত
"আমরা তো লড়েছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে" এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বগুড়া জেলা সংসদের ২৪তম সম্মেলনের উদ্বোধন আজ ২৭ শে ডিসেম্বর ২০২৪ বগুড়ার সাতমাথাস্থ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। 
 
সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন শেষে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করেন প্রধান অতিথি উদীচী কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি মাহমুদুস সোবহান মিন্নু। এরপর বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উদীচীর শিল্পীরা জাতীয় সংগীত ও উদীচী সংগীত ' আরশির সামনে' পরিবেশন করেন। 
 
 উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু। এ পর্বে সম্মেলনের প্রধান অতিথি অমিত রঞ্জন দে বলেন-" উদীচী তার জন্মলগ্ন থেকে শোষণ-বৈষম্য এর বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই চালিয়ে এসেছে। দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে গণমানুষের আকাঙ্খার পাশে থেকেছে। কিন্তু উদীচীর এই পথ চলায় বিভিন্ন পর্যায়ে সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের সাংস্কৃতিক যাত্রাকে থামিয়ে দমিয়ে দিতে চেয়েছে, আঘাত করেছে। শত বাঁধা ষড়যন্ত্র মোকাবেলা করে উদীচী তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুরাইয়া পারভিন, কেন্দ্রীয় সংসদের সদস্য মোস্তাফিজার রহমান। সমগ্র পর্বটি পরিচালনা করেন উদীচী বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান বিপ্লব।
 
উদ্বোধনী আলোচনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদীচী কার্যালয়ে এসে শেষ হয়। এর পর ২৩তম জেলা সম্মেলনের সাংগঠনিক অধিবেশন সাতমাথাস্থ সংগঠন কার্যালয়ে উদীচী বগুড়ার সভাপতি মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক অধিবেশনটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান বিপ্লব। এ সময় শোক প্রস্তাব উপস্থাপন করা হয় এবং সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করা হয়। সম্মেলনে প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য নতুন জেলা কমিটি নির্বাচিত করা হয়।
উপরে