প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ১৮:৪৭

পোরশায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
পোরশায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সারাইগাছী স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় জয়পুরহাট ফুটবল একাদশ ১-০ গোলে রাজশাহী ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলা শেষে সন্ধায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরন করেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ধসঢ়; চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা। উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহীম আলী কালু, যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপরে