প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ১৮:৪৯

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় দু'জনের মর্মান্তিক মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় দু'জনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় মোটর সাইকেল আরোহী তানভির ইসলাম মোহন (২৫) ও তাজমিন আক্তার (১৯) পিক-আপভ্যানের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যুবরন করে।

শুক্রবার দুপুরে পার্বতীপুর-রংপুর সড়কের বাসুপাড়া এলাকার ঝেল্লার মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরেই পিক-আপভ্যানটি আটক করা হলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহত তানভির ইসলাম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিশমত কামারপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে ও নিহত তাজমিনা আক্তার নীলফামারী জেলার সদর উপজেলার  চড়ুই ডাঙ্গাপাড়া গ্রামের মমতাজ আলীর মেয়ে বলে জানা গেছে।

জানা যায়,শুক্রবার দুপুরে মোটর সাইকেল আরোহীদ্বয় পার্বতীপুর-রংপুর সড়কের বাসুপাড়া এলাকার ঝেল্লার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডিম বোঝাই একটি পিক-আপভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক তানভির ইসলাম মোহনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর ভাবে আহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় তাজমিন আক্তারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা যায়,একটি ডিম বোঝাই পিক-আপভ্যানের সামনে চাকা পাঞ্জার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল কে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দূর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়। এরা দু'জন মোটর সাইকেল যোগে পার্বতীপুরে বেড়াতে এসে দূর্ঘটনার শিকার হয়।

উপরে