শেরপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
শেরপুরের কানাশাখোলা এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজি চালক লোকমানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি শেরপুর জেলা সদরের ভাতশালায়।
ঘটনাস্থলে থাকা শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আলম জানান, রৌমারি থেকে ঢাকাগামী রিফাত পরিবহণ নামে একটি বাসের সঙ্গে শেরপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় অটোরিকশার চালকসহ অপর চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে অটোরিকশাচালক হলেন লোকমান। তার বাড়ি শেরপুর সদরের ভাতশালাতে।
ঘটনার পরপরই স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এরপর যান চলাচল শুরু হয়।