প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ২০:৪৭

পার্বতীপুুরের দুই'টি স্টেশন সহ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ৭১ টি স্টেশন বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুুরের দুই'টি স্টেশন সহ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ৭১ টি স্টেশন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরের দুই'টি স্টেশন সহ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ৭১ টি স্টেশন বন্ধ রয়েছে। মূলত প্রয়োজনীয় জনবলের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে বন্ধ হয়ে যাওয়া স্টেশন এলাকার যাত্রীরা ট্রেনে চলাচল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলা এলাকায় মোট ৫ টি স্টেশনের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ভবানীপুর ও বেলাইচণ্ডী রেলওয়ে স্টেশন দু'টি।

জানা গেছে, শতকরা ৫৬% জনবল সংকটে বিপর্যস্ত রেলওয়ের পশ্চিমাঞ্চল। এই অঞ্চলে জনবল সংকটে মোট ২৬৪ টি অপারেটিং রেলওয়ে  স্টেশনের মধ্যে পার্বতীপুরের ২টি সহ বন্ধ হয়ে গেছে মোট ৭১টি। এমনকি,চলাচল বন্ধ রয়েছে ৪৮টি ট্রেনের। কোনো কোনো রেলপথে সক্ষমতার তুলনায় বেশি ট্রেন চলছে। এতে,অরক্ষিত হয়ে পড়েছে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংগুলো। একের পর এক বন্ধ হচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের স্টেশন,কমছে ট্রেন চলাচলের শিডিউল।

জানা যায়,রেলওয়ে পশ্চিমাঞ্চলের ৯৭৫ জন স্টেশন মাস্টারের পদের বিপরীতে শূন্য আছে ৬২৩টি পদ। এমনকি,৪২ জন গার্ড, ৪১৫ জন পয়েন্টসম্যান ও ৪৯১ জন গেট কিপারের পদেও নেই কোনো জনবল। সবমিলিয়ে মোট জনবলের শতকরা ৫৬% শূন্য। জনবল সংকটের কারণে রেলওয়ে  পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগের ৫৪টি স্টেশন পুরোপুরি ও ৫টি স্টেশন আংশিক বন্ধ রয়েছে । আর,লালমনিরহাট বিভাগের বিভিন্ন রুটে বন্ধ রয়েছে ১২টি স্টেশন। এদিকে যাত্রী খাতে আয় কম,কোচ, ইঞ্জিন ও চালকের অভাব এবং ডেমু ট্রেন নষ্ট হওয়ায় রেলওয়ে পশ্চিমাঞ্চলে বন্ধ রয়েছে ৪৮টি ট্রেন। সব মিলিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিধ্বস্ত অবস্থা।

এ ছাড়াও পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) বিরাজমান চরম জনবল সংকট। প্রয়োজনীয় সংখ্যক জনবলের অভাবে বৃহৎ এই কারখানাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। 
 

উপরে